মাঠে ফুটবল খেলতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম দেবনাথ কিস্কু (১০)। বাড়ি মেমারি থানার বিজুর গ্রামে। সে পাহাড়হাটি শিশু শিক্ষা কেন্দ্রের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
মৃতের বাবা ছোট্টু কিস্কু জানিয়েছেন, গত বৃহস্পতিবার দেবনাথ পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। ফুটবল খেলার সময় তার পায়ে কিছু একটা কামড়ায়। এরপর সে বাড়ি ফিরে আসে। রাতে তার পেটে যন্ত্রণা শুরু হলে তাকে নিয়ে যাওয়া হয় পাহাড়হাটি স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার বিকালে তার মৃত্যু হয়।
Like Us On Facebook