পশ্চিম বর্ধমান জেলা পরিষদ ও দুর্গাপুর বন বিভাগের উদ্যোগে আসানসোলের রামকৃষ্ণ মিশনে শুক্রবার বনমহোৎসব পালন করা হয়। আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ, জেলা প্রশাসনের কর্মকর্তারা ও দুর্গাপুর বন বিভাগের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন আসানসোল রামকৃষ্ণ মিশন ক্যাম্পাসে বনসৃজনও করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশ রক্ষায় অরণ্যের প্রয়োজনীয়তা নিয়ে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন।

অরণ্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার দুর্গাপুরের গোপাল মাঠ হাইস্কুল মাঠে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারনারেটের উদ্যোগে বনসৃজন করা হয়। সঙ্গে কচিকাঁচাদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সফল প্রতিযোগীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং, দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা সহ দুর্গাপুরের পদস্থ পুলিশ আধিকারিকরা এবং দুর্গাপুরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল ও দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ।






Like Us On Facebook