‘একটি গাছ একটি প্রাণ’- এই স্লোগানকে সামনে রেখে রাজ‍্য জুড়ে ১৪-২০ জুলাই শুরু হয়েছে বনমহোৎসব। এই উপলক্ষে মঙ্গলবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকে দুর্গাপুর-ফরিদপুর ব্লক, বন বিভাগ ও হর্টিকালচার দফতর যৌথ ভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার দুর্গাপুরে ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারির সিধু কানহুর মূর্তিতে মাল‍্যদানের‌ মধ‍্য‌ দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে মাধাইপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। এদিনের অনুষ্ঠানে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহ রায়, দুর্গাপুরের মুখ‍্য বনপাল মৃণাল কান্তি মন্ডল, ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ‌চুমকি মুখার্জি, ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ স্থানীয় বিশিষ্ট ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিডিও শুভ সিংহ রায় বলেন, রাজ‍্য সরকারের দেখানো পথে আমরা আমাদের ব্লকে সবুজায়ন করতে পেরেছি। এই ব্লকে কেবলমাত্র বিভিন্ন ধরণের ফলমূলের গাছই নয় ভেষজ গুণ সমৃদ্ধ বিভিন্ন গাছের সমাহার হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুরের মুখ‍্য বনপাল মৃনাল কান্তি মন্ডল বলেন, বনমহোৎসব উপলক্ষে এবছর আমরা ২ লক্ষ চারা গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী বর্ষে সাড়ে তিন লক্ষ চারা গাছ রোপনের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।

Like Us On Facebook