সোমবার সকালে দুর্গাপুর প্রেস ক্লাবের পিছনে ঝোপের মধ্যে পড়ে থাকা একটি নাইলনের ব্যাগ থেকে বোমা উদ্ধার করল পুলিশ। ঝোপের মধ্যে ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। বোমা সহ ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিন সকাল থেকেই মহকুমা প্রশাসন দপ্তরে মনোনয়ন জমার জন্য ভীড় জমতে থাকে। তারই মধ্যে দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছেই বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন মহকুমশাসক শঙ্খ সাঁতরা।

এই ঘটনার পর দুর্গাপুর মহকুমা প্রশাসন ও আদালত চত্বর নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে। শাসক ও বিরোধী উভয় দলের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে দুর্গাপুর মহকুমা প্রশাসন চত্ত্বরে। আদালতে আগত আইনজীবী ও মহকুমা প্রশাসন কার্যালয়ে কর্মরতদেরও জিজ্ঞাসাবাদ করে ও পরিচয় পত্র দেখেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিধি ভাঙার দায়ে পুলিশ দু’জনকে দুর্গাপুর প্রশাসনিক ভবনের সামনে থেকে আটক করেছে বলে খবর। চাপা উত্তেজনা থাকলেও অবস্থা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।



Like Us On Facebook