ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়না থানার মুগুড়া অঞ্চলের দক্ষিণকূল এলাকায়। আজ সকালে সবজি তুলতে গিয়ে খড়ের পালুইয়ের পাশে একটি ব্যাগে রাখা বোমগুলি দেখতে পান স্থানীয় এক গৃহবধূ। তিনিই গ্রামের অন্যান্যদের খবর দেন। স্থানীয়রা ঘটনার খবর পাঠান রায়না থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে জায়গাটি ঘিরে ফেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাগে মোট ৬ টি বোমা রাখা ছিল। বোমাগুলি কোথা থেকে এল, কে বা কি উদ্দেশ্যে রেখে ছিল বোমাগুলি তা খতিয়ে দেখছে রায়না থানার পুলিশ।

Like Us On Facebook