.
বুধবার সকালে বোমা উদ্ধারকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডের কমলপুর এলাকায় তিনটি সুতলি বোমা উদ্ধার ঘিরে এদিন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস আসে। বোমা উদ্ধার ঘিরে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। বিজেপি’র অভিযোগ, এলাকায় গাঁওতা কার্যালয় তৈরি করায় তৃণমূলের দুষ্কৃতিরা হামলা করার পরিকল্পা করেছে। সেই কারণে বোম মজুত করেছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি’র দুষ্কৃতিরা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য বোমা মজুত করেছে। তাঁদের দাবি, অবিলম্বে বিজেপি’র দুষ্কৃতিদের গ্রেফতার করতে হবে। তৃণমূলের স্থানীয় নেতা প্রশান্ত ঘোষ বলেন, ‘পুলিসের কাছে তদন্তের দাবি জানিয়েছি। বিজেপি’র কর্মীরা বোমা রেখেছে এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য।’
Like Us On Facebook