কুখ্যাত দুষ্কৃতি শেখ ইব্রাহিমকে দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ অবশেষে গ্রেফতার করল। শুক্রবার দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুরে কালীনগরের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার করে। শেখ ইব্রাহিমকে পুলিশ শনিবার আদালতে হাজির করে।

জানা গেছে, বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত শেখ ইব্রাহিমের ডান হাত ও চোখ বছর দশেক আগে বোমা বাঁধতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। তথাপি শেখ ইব্রাহিম বিভিন্ন রাজনৈতিক দল ও দুষ্কৃতিদের আগ্নেয়াস্ত্র ও বামা তৈরি করে সরবরাহ করে। তাই বর্ধমান, বীরভূম সহ ঝাড়খণ্ড এলাকায় শেখ ইব্রাহিমের অবাধ বিচরণক্ষেত্র। বহু মামলা রয়েছে এই কুখ্যাত দুষ্কৃতির নামে। এতদিন গা ঢাকা দিয়ে ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার ফরিদপুর থানার ওসি রাহুলদেব মন্ডলের নেতৃত্বে পুলিশ কালীনগরের বাড়ি থেকে গ্রেফতার করে শেখ ইব্রাহিমকে। তাঁর বাড়ি এবং গোয়ালঘরে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

Like Us On Facebook