ফের শ্রমিক নিরাপত্তার বেআব্রু দৃশ্য প্রকাশ্যে এল। দুর্গাপুরের হেতেডোবা শিল্পতালুকে একটি স্পঞ্জ আয়রন কারখানায় বয়লার ফেটে গুরুতর জখম হলেন এক শ্রমিক। খবর পেয়ে পুলিশ আহত শ্রমিককে উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, রবিবার রাতে দুর্গাপুরের ফরিদপুর থানার অন্তর্গত হেতেডোবা শিল্প তালুকে এইচ পি ইস্পাতের আলিসান স্পঞ্জ আয়রন কারখানায় বয়লার ফেটে যায়। এই ঘটনায় বিহারের গোপাল গঞ্জের মুশহরি বাজার এলাকার বাসিন্দা রাম পিয়ারি রাম নামের বছর চল্লিশের এক কর্মী গুরুতর অগ্নিদগ্ধ হন। আকস্মিক বয়লার ফাটায় অন্যান্য শ্রমিকরা হকচকিয়ে যান। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে অগ্নিদগ্ধ রাম পিয়ারিকে উদ্ধার করে দুর্গাপুরের রাজবাঁধের গৌরী দেবী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। এই দুর্ঘটনার পর শ্রমিক নিরাপত্তা নিয়ে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষকে তাঁদের ক্ষোভ জানান।