গ্যারেজের দেওয়াল ভেঙে গাড়ির ভিতর থেকে এক যুবক ও এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দুর্গাপুরের ডেভিড হেয়ার রোডের ১০/৩৬ কোয়ার্টারের গ্যারেজে। মৃত যুবকের নাম কৌশিক গোস্বামী (২৮) ও মহিলার নাম কাবেরী ভট্টাচার্য (৪০)।
স্থানীয় মানুষ বুধবার রাতে কৌশিক গোস্বামীর বাড়িতে বন্ধ গ্যারেজের মধ্যে গাড়ি চালু থাকার শব্দ পেয়ে সন্দেহ হওয়ায় প্রথমে কৌশিকবাবুকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশেকে খবর দিলে পুলিশ গ্যারেজটির দেওয়াল ভেঙে গাড়ির ভিতর থেকে কৌশিক গোস্বামী ও কাবেরী ভট্টাচার্যের অর্ধনগ্ন মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতদেহ দুটি যেভাবে গাড়ি থেকে উদ্ধার হয়েছে তাতে পুলিশের প্রাথমিক অনুমান মৃত কৌশিক ও কাবেরীর মধ্যে সম্ভবত অবৈধ সম্পর্ক ছিল। গাড়ির এসি চালিয়ে দুজনের শারিরীক সম্পর্ক স্থাপনের মধ্যে সম্ভবত এসি খারাপ হয়ে শ্বাসরুদ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা এই জোড়া মৃত্যুর পিছনে আসল রহস্য উন্মোচন করতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।
জানা গেছে, কৌশিকবাবুর মা সম্প্রতি মারা গেছেন। বাবা অসুস্থ। বাবা দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি করতেন। বাবা অসুস্থ হয়ে পড়ায় ৮ মাস আগে কৌশিকবাবু বাবার চাকরিটি পান। বাবার সঙ্গে কৌশিক ডেভিড হেয়ারের এই বাড়িতেই থাকতেন। অপরদিকে কাবেরীদেবী বিবাহিতা। এক মেয়ের মা কাবেরীদেবী স্বামী ও মেয়েকে নিয়ে ওই পাড়াতেই থাকেন। বুধবার রাতে কাবেরী দেবীর বাড়ির লোকজনও কাবেরীদেবীকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। জানা গেছে, কাবেরীদেবীকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। পরে রাতে কৌশিকবাবুর বাড়ির গ্যারেজে গাড়ির ভিতর কৌশিকবাবুর সঙ্গে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় কাবেরীদেবীর মৃতদেহ।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?