দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পরিত্যক্ত বিএন টাইপ আবাসন থেকে ডিপিএলের এক অবসরপ্রাপ্ত কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে মঙ্গলবার সকালে শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুভাষ বিশ্বাস। সুভাষবাবু ডিপিএল আবাসনের ডিএন টাইপের বাসিন্দা। ডিএন টাইপ আবাসন ডিপিএলের কর্মীদের বাস হলেও ডিপিএলের বিএন আবাসনগুলি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঝোপজঙ্গলে পরিপূর্ণ এই বিএন আবাসন থেকে সুভাষ বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সুভাষবাবুর গলায় বিদ্যুতের তার পেঁচানো ছিল এবং সুভাষবাবুর দেহ দড়ি দিয়ে বাঁধা ছিল আবাসনের দরজার হাতলে। আবাসনের সামনে একটি বাইক দাঁড় করানো ছিল। মঙ্গলবার সকালে পথ চলতি মানুষ পরিত্যক্ত আবাসনের সামনে এই দৃশ্য দেখে পুলিশকে খবর দিলে কোক ওভেন থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় মানুষ মনে করছেন ডিপিএলের অবসরপ্রাপ্ত কর্মীকে তুলে এনে পরিত্যক্ত আবাসনে খুন করা হয়েছে। এই রহস্য মৃত্যুর কারণ উন্মোচন করতে তদন্তে নেমেছে পুলিশ।

Like Us On Facebook

 




———-