দুর্গাপুরের গর্ব এভারেস্টজয়ী পরেশ নাথের দেহের খোঁজ এভারেস্টে মিললেও অর্থের অভাবে দুর্গাপুর আনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার হঠাৎ দুর্গাপুরের বাড়িতে মৃত পরেশনাথের এভারেস্টের এক শৃঙ্গে খোঁজ পাওয়ার খবর আসে । জানা গেছে আরেক পর্বতারোহী হাওড়ার বাসিন্দা পর্বত শিখরে নিখোঁজ গৌতম ঘোষকে পারিবারিক উদ্যোগে খোঁজার সময় শেরপারা এভারেস্টজয়ী পরেশ নাথের দেহ এভারেস্টের কোলে শায়িত অবস্থায় দেখতে পান। মুহুর্তে দুর্গাপুরে পরেশ নাথের বাড়িতে সে খবর পৌঁছে যায়, কিন্ত পরেশ নাথের স্ত্রীর পক্ষে মৃত স্বামীর দেহ পর্বতের কোল থেকে ফিরিয়ে আনার সামর্থ না থাকায় এভারেস্ট জয়ী মৃত পরেশ নাথের বাড়ি ফেরা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। মৃত স্বামীকে শেষ বারের মত দেখার কাতর আর্জি জানিয়ে পরেশ নাথের স্ত্রী বলেন সরকার উদ্যোগ না নিলে আমার পক্ষে স্বামীকে ফিরিয়ে আনা অসম্ভব, সেক্ষেত্রে এভারেস্টজয়ী পরেশ নাথ পর্বতের কোলেই শায়িত থাকবেন চিরকাল। ২০১৬’র ২১ মে পেশায় দর্জি পরেশ নাথ এভারেস্ট জয় করতে এভারেস্ট পর্বত শিখরে ওঠেন। ৮৮৪৮ মিটার এভারেস্ট জয়ের পর ফেরার সময় প্রাকৃতিক দুর্যোগে পড়ে পরেশ নাথ নিখোঁজ হয়ে যান। দলের অন্যান্যরা বাড়ি ফিরলেও এভারেস্টজয়ী পরেশ নাথের আর বাড়ি ফেরা হয়নি। গত একবছর মৃত স্বামীকে শেষ দেখার অপেক্ষায় দিন গুনছেন পরেশনাথের স্ত্রী। বৃহস্পতিবার ফের স্বামীর খোঁজ পেয়ে শেষ বারের মত দেখার আর্জি জানালেন পরেশ নাথের অক্ষম স্ত্রী।
Like Us On Facebook