দুর্গাপুরে দুই নম্বর জাতীয় সড়কের ধারে এবিএল মোড় সংলগ্ন এলাকায় ঝোপঝাড়ের মধ্যে এক মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের‌ নাম অনুপ তেওয়ারি (৪০)। বাড়ি কাঁকসার পানাগড়ে।

রবিবার সকালে স্থানীয় মানুষ মৃতদেহটি ঝোপঝাড়ের মধ্যে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতদেহের পাশ থেকে পুলিশ একটি মানি ব‍্যাগ উদ্ধার করে। মানি ব‍্যাগে আধার কার্ড ‌ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে। পানাগড়ের যুবককে কে বা কারা এবিএলের জঙ্গলে নিয়ে এসে নাকি খুন করে এনে ফেলে দেয় পুলিশ এই বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook