দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীর দেহ মিলল রাস্তায় ধারে হাইড্রেনে। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। মহকুমা হাসপাতালের নিরাপত্তা নিয়েই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। জানা গেছে, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীর নাম সৌমেন দাস। বছর বত্রিশের সৌমেন গত ১৪ জুলাই বুকে ব্যাথা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়, বৃহস্পতিবার সাতসকালে দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর কাছে একটি হাইড্রেন থেকে সৌমেনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
সৌমেনের মা সুচিত্রা দাস জানান, ছেলে সুস্থই ছিল, বৃহস্পতিবার সাতসকালে সুভাষপল্লীর একজন এসে তাকে খবর দেয় সৌমেন হাইড্রেনে পড়ে রয়েছে, পরনের গেঞ্জি দেখে সনাক্ত করি। হাসপাতালে নিয়ে গেলে ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ এসে নিয়ে যায় মৃত ছেলেকে। অথচ বুধবার ছেলের এক্স-রে হয়। ছেলে ভালো ছিল বলে মৃতের মায়ের দাবি। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়েই বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। অন্যান্য রোগীর আত্মীয় পরিজনরাও বেশ আতঙ্কিত হয়ে পড়েন এই খবর শুনে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ইন্দ্রজিৎ মাজি স্বীকার করে নিয়েছেন নিরাপত্তার গাফিলতির অভিযোগ। পুরো ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা হাসপাতালের এই আধিকারিক।