রানীগঞ্জের রেলওয়ে মাঠের জঙ্গল থেকে শনিবার এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের অনুমান মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়। শনিবার সকালে কয়েকজন মানুষ প্রাতঃকৃত্য সারতে রেলওয়ে মাঠের জঙ্গল গেলে, তাঁরা দেখতে পান চুড়িদার পড়া এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। এরপর তাঁরা অন্যান্যদের এবিষয়ে জানালে ঘটনাস্থলে ব্যাপক ভীড় জমে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানীগঞ্জের ছাতনা পাড়ার অঞ্জু যাদব(২০) শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। তারপর তার আর কোন হদিশ মেলেনি। শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে রানীগঞ্জের রেলওয়ে মাঠের জঙ্গলে তার দেহ মেলে। স্থানীয় বাসিন্দারা খবর দিলে মৃতার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। মৃতার মা রানীগঞ্জ থানায় অভিযোগ জানালে পুলিশ খুনের মামলা রুজু করে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।