দুর্গাপুর নগর নিগমের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বসুন্ধরা হার্বাল পার্ক এলাকায় বুধবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম শোভারানী দাস (৪০)।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই মহিলা এলাকায় একটি ‘বেআইনি’ মাইক্রো ফাইনান্স কোম্পানি চালাতেন। সেই সূত্রে বেশ কিছুদিন ধরে স্থানীয় যুবক সোনু সিংয়ের সাথে তাঁর ব্যবসায়িক দন্দ্ব চলছিল। মাসখানেক আগে এই বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়। এরপরই আজ সকালে ওই মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃত মহিলা দুর্গাপুরের ১৪নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেনাচিতির নতুনপল্লীর বাসিন্দা ছিলেন। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
Like Us On Facebook