বাড়ির ভিতর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বর্ধমানের মেমারি থানার আমাদপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত স্বামী ও স্ত্রীর নাম বাবু ঘোষ(২৯) এবং অনিতা ঘোষ(২৫)। প্রতিবেশীরা জানিয়েছেন, বাবু এবং অনিতা দু’জনেরই আগে বিয়ে হয়েছিল। তাঁদের দু’জনেরই একটি করে আগের পক্ষের সন্তান আছে। বাবুর আগের পক্ষের সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। তার জেরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। একইসঙ্গে প্রতিবেশীদের অনুমান, বাবু ঘোষ প্রথমে স্ত্রীকে খুন করে পরে নিজে আত্মঘাতি হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বাবু এবং অনিতার প্রায় আট মাস আগে বিয়ে হয়। এদিন প্রতিবেশীরাই ঘরের ভিতরে বাবুর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খাটের উপরে অনিতার দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়।