মঙ্গলবার সকালে মেমারি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইলামপুর রেল গেট ও বাগিলা রেল গেটের মধ্যবর্তী এলাকায় রেল লাইনের ধারে ড্রেন থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয়। উদ্ধার করে বর্ধমান রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুশান্ত দাস। তিনি বাগিলা রেল গেটের ইঞ্জিনিয়ারিং গেটম্যান পোস্টে কর্মরত ছিলেন। গত ২২ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খুন না নিছক দুর্ঘটনায় মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিন সকালে রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মেমারি পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মেমারি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইলামপুর গেট ও বাগিলা গেটের মধ্যবর্তী এলাকায় রেল লাইনের ধারের ড্রেনে দেহটি দেখতে পান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান রেল পুলিশ। তাঁরা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশ মর্গে পাঠান। পরে জানা যায় দেহটি বাগিলা রেল গেটের ইঞ্জিনিয়ারিং গেটম্যান সুশান্ত দাসের।