নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। যাত্রীরা প্রায় সকলেই অল্পবিস্তর জখম হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রায়নার মিরেপোতা এলাকায় বর্ধমান-আরামবাগ রোডে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি কাইতি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। মিরেপোতা বাজার পেরিয়ে বর্ধমান-আরামবাগ রোড ধরে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বাসটি। তার পর পাশের নয়ানজুলিতে উল্টে যায়।স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান-আরামবাগ রোড।
Like Us On Facebook