দুর্গাপুরে দামোদর ব্যারেজের জলে তিয়াত্তর বছরের এক বৃদ্ধের দেহ উদ্ধার হল। এই ঘটনায় বুধবার সকালে দুর্গাপুরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় কাউন্সিলর শিপূল সাহা বলেন, ‘দামোদর ব্যারেজের জলে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় মানুষ আমাকে জানায়। মৃতের‌ জামা-কাপড়-চটি ব্যারেজের পাড়ে আছে। দামোদর ব্যারেজের যে জায়গায় মৃতদেহটি ভাসছিল সেটি ভৌগলিক অবস্থান অনুযায়ী বাঁকুড়া বড়জোড়া থানার অন্তর্গত তাই বড়জোড়া পুলিশকে বলি বিষয়টি। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।’

জানা গেছে, মৃত ব্যক্তির নাম গোবিন্দ চন্দ্র ঘোষ(৭৩)। বাড়ি দুর্গাপুরের সি-জোন এলাকায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় মৃতের বাড়ির লোকজন খোঁজ করতে করতে ব্যারেজে আসেন। সেখানে জামা-কাপড় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে রোগে ভুগে মানসিক অবসাদে ভুগছিলেন গোবিন্দ চন্দ্র ঘোষ। বুধবার সকালে একটু ঘুরে আসি বলে সাইকেল নিয়ে বের হয়েছিলেন গোবিন্দবাবু। তারপর তিনি দামোদর ব্যারেজে রয়েছেন বলে ফোনে জানান। এটি আত্মহত্যা না এর পিছনে অন্য কিছু কারণ রয়েছে পুলিশ তা খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে।

Like Us On Facebook