নিজের প্রয়াত বাবার স্মৃতি মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতে বাবার মৃত্যু বার্ষিকীতে শ্রাদ্ধ অনুষ্ঠানের বদলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করলেন দুর্গাপুরের সগড়ভাঙার চট্টোপাধ্যায় পরিবারের দুই সন্তান।
শনিবার সড়গভাঙা গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের সমাজসেবী কর্তা সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রথম মৃত্যু বার্ষিকী ছিল। কিন্তু বাবা সমাজসেবী ছিলেন। মানুষের দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়তেন। মানুষের কষ্টে তার প্রাণ কাঁদত। তাই মৃত্যু বার্ষিকীতে সোমনাথবাবুর দুই সন্তান সুশান্ত ও প্রশান্ত চট্টোপাধ্যায় শ্রাদ্ধ অনুষ্ঠানে ভুরিভোজ না করে ‘রক্তদান জীবনদান’ মন্ত্রে নিজেদের গোটা পরিবারকে নিয়োজিত করলেন। এদিন চট্টোপাধ্যায় পরিবারের ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন সোমনাথবাবুকে মানুষের রক্তে অমর করে রাখতে। চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে সহযোগিতা করেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা।