রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে রবিবার দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে রক্তদান কর্মসূচি পালন করা হল। দুর্গাপুর পৌরসভার ডা. বিসি রায় অডিটোরিয়ামে রবিবার ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন রক্তদান করে মহান ব্রত পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান মৃগেন পাল, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর পৌরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি ও দুর্গাপুর পৌরসভার প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি সহ দুর্গাপুরের বিশিষ্ট জনেরা।
দুর্গাপুর পুলকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্টিল টাউন বিদ্যাসাগর অয়াভিনিউতে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার পরিবেশ দফতরের মেয়র পারিষদ মনি দাশগুপ্ত ও জল দফতরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় সহ বিভিন্ন কাউন্সিলররা ।
দুর্গাপুরের ৩৯ নং ওয়ার্ডের আশিষ নগরে স্থানীয় কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডলের উদ্যোগে রবিবার এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের ওল্ড কোর্টের বাজারে রবিবার দুর্গাপুর পৌরসভার স্বাস্থ্য দফতরের উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় ২০০ স্থানীয় মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।
দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুর থানা ও এডিশন ক্লাব সম্মিলনীর সহযোগিতায় রবিবার দুপুরে স্টিল টাউনশিপে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী।