সাম্প্রতিক সময়ে দুর্গাপুর শিল্পাঞ্চল ও খনি অঞ্চলের হাসপাতাল গুলিতে ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দূর করতে উখরার হাটতলায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল।এই রক্তদান শিবিরের স্থানীয় এলাকার অনেক মানুষ রক্তদান করেন।
রক্তদান মহান দান, এই মন্ত্রে ব্রতী হয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষও রোজা শুরুর আগে এদিন রক্তদান করেন। কোলফিল্ড রুরাল ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি ছোটন চক্রবর্তী বলেন, সম্প্রতি দুর্গাপুর শিল্পাঞ্চল ও খনি অঞ্চলের হাসপাতাল গুলির ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব দেখা দিয়েছে। সেই শূন্যতা পূরণ করতে আমরা অল্প হলেও উদ্যোগী হয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির করলাম। এলাকায় মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে অনেকে স্বেচ্ছায় রক্তদান করলেন।
Like Us On Facebook