.

রাখী বন্ধনের ভাতৃত্ববোধকে শক্তিশালী করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ গোলপার্ক স্পোর্টিং ক্লাব মাঠে। বৃহস্পতিবার দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ গোলপার্ক স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় ডিপিএল টাউনশিপ গোলপার্ক স্পোর্টিং ক্লাবের মাঠে রাখি বন্ধনের সাথে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এদিনের শিবিরে ৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন সকলে অনুষ্ঠানের সূচনা হয় রাখি বন্ধনের মাধ্যমে।

Like Us On Facebook