১৫ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর জন্মদিন। তার প্রাক্কালে সোমবার সকালে দুর্গাপুরে একদল যুবক নিজেদের দাদার অনুগামী বলে দাবি করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন। দুর্গাপুর মহকুমা ব্লাড ব্যাঙ্কে প্রায় তিরিশ জনের মতো যুবক এদিন সকালে স্বেচ্ছায় রক্তদান করতে আসেন। তাঁদের হাতে ছিল ‘দাদার অনুগামী আমরা’ লেখা বড় ব্যানার।
এই বিষয়ে দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কে বা কারা এইসব করছেন তা আমি জানি না। রাজ্যের ২৩টি জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামী রয়েছে। তাঁরা যদি দাদার জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান করেন তো খুব ভালো কথা। বহু মানুষ উপকৃত হবেন। রাস্তা আটকে প্যান্ডেল করে ধুমধাম করে জন্মদিন পালন করার থেকে তো অনেক ভালো স্বেচ্ছায় রক্তদান করা। সামাজিক কাজ। এতে মনে হয় সমস্ত রাজনৈতিক দলের কর্মীরাই সাধুবাদ জানাবেন।’ তিনি আরও বলেন, ‘তবে এটা হুজুগে একবার করলে চলবে না, প্রতিবছর করতে হবে।’ চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর একদম ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।’