রবিবার মূক ও বধিরদের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল দুর্গাপুর মহকুমা ব্লাড ব্যাঙ্কে। সহযোগিতায় দুর্গাপুর ও আসানসোল স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।

রবিবার দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দশ জন মূখ ও বধির স্বেচ্ছায় রক্তদান করতে আসেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার জন্য ৪ জন মূক ও বধিরের ইচ্ছা পূরণ হয়নি বলে জানা গেছে। ছয় জনের মধ্যে আবার দুই জোড়া মূক-বধির দম্পতি, সঙ্গীতা-শ্রীকান্ত এবং সৌরভ-শীলা প্রবল উৎসাহে স্বেচ্ছায় রক্তদান করেন এদিন। মূক ও বধিরদের সঙ্গে সকলের কথোপকথনে সহযোগিতা করেন দীপ্তি শ্যাম রায়। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তী স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব সমীর বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী সুলতা দাস, শর্মিলা ঘোষ, সোমা দাস, বিশিষ্ট শিক্ষাবিদ সংযুক্তা বসু ঠাকুর, বিশিষ্ট খেলোয়াড় কৌশিক শ্যাম প্রমুখ। অনুষ্ঠানটির সফলতার জন্য দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কর্তা কবি ঘোষ ও রাজেশ পালিত সকলকে ধন্যবাদ জানান।


Like Us On Facebook