প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ করতে দুর্গাপুর মিশন হাসপাতালের পাশে দাঁড়াল দুর্গাপুরের রেল পুলিশ। দুর্গাপুরের রেল পুলিশের ২৫ জন জওয়ান দুর্গাপুরের মিশন হাসপাতালে শনিবার সকালে হাসপাতালের রক্তের চাহিদা পূরণ করতে স্বেচ্ছায় রক্তদান করলেন।
রেল পুলিশের অন্যান্য কর্মীদের সঙ্গে এদিন দুর্গাপুর মিশন হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করেন দুর্গাপুর রেলস্টেশনের জি আর পি ওসি চিন্তা হরণ সিংহ। রক্তদান পর্ব শেষ হওয়ার পর চিন্তা হরণ বাবু বলেন, প্রতি বছর জিআরপি নানান সামাজিক কর্মসূচি পালন করে থাকে। এদিনের এই রক্তদান কর্মসূচি তারই অঙ্গ। রক্তদান মহত দান। এই মহত কাজটি করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
Like Us On Facebook