.

বেতন বৃদ্ধির দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে শুক্রবার সকালে স্থায়ী শ্রমিকরা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। জানা গেছে, শুক্রবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকরা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে হাজারেরও অধিক শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। ঘটনাকে কেন্দ্র করে কারখানার গেটে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ এবং কারখানার সিআইএসএফ। বিক্ষোভকারীদের দাবি, ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ স্টিল-এর মাধ্যমে বেতন চুক্তি বৃদ্ধি করতে হবে। ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গেট অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। সকাল আটটা থেকে একটানা গেট অবরোধ করে চলে বিক্ষোভ।

Like Us On Facebook