দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকে একটি বেসরকারি কারখানায় সোমবার সকালে ভাটিতে বিস্ফোরণ হলে এক কর্মী গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি কারখানায় ভাটির বিস্ফোরণে শব্দের তীব্রতায় এলাকার বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দেওয়ায় অঙ্গদপুর শিল্পতালুক সংলগ্ন রাতুড়িয়া গ্রামের মানুষ এই বিস্ফোরণে ক্ষয়ক্ষতির অভিযোগে বেশ কিছুক্ষণ স্থানীয় রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ এসে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন স্থানীয় মানুষজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জখম কারখানার কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভরত স্থানীয় মানুষের অভিযোগ, এই বেসরকারি কারখানায় এই নিয়ে আটবার ভাটি বিস্ফোরণ ঘটল। প্রতিবারই ব্যবস্থা গ্রহণের কথা বললেও কারখানা কর্তৃপক্ষ ভাটিতে যাতে বিস্ফোরণ না ঘটে সেই জন্য কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে বার বার ভাটি বিষ্ফোরণে বিকট শব্দে স্থানীয় মানুষের বাড়ি ঘরে ফাটল দেখা দিচ্ছে। ক্ষতি হচ্ছে স্থানীয় মানুষের। স্থানীয় মানুষের দাবি, অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ যদি ভাটি বিস্ফোরণ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিন স্থানীয় মানুষ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। জানা গেছে, বিস্ফোরণের পর কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিনিধি ঘটনাস্থলে না আসায় এদিন স্থানীয় মানুষ কারখানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পুরো ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।