সোমবারও বিজেপি এবং কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হল না। সূত্রের খবর রাজ্যের ৪২ টি আসনে এবার বিজেপি প্রার্থী পদে ৩৫০ নামের তালিকা জমা পড়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিমসিম খাচ্ছেন রাজ্যের দলীয় কর্মীদের পছন্দ মতো এলাকায় প্রার্থী বাছতে। কংগ্রেস-সিপিএম আসন রফা এখনও বিশবাঁও জলে।
এই পরিস্থিতিতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, সিপিএম ও এসইউসিআই প্রার্থীর নাম ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে। কংগ্রেস কর্মীরা হাইকমান্ডের মুখাপেক্ষী হয়ে দেওয়াল লিখন বা প্রচার শুরু না করলেও বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে প্রার্থী পদ ঘোষণার অপেক্ষায় না থেকে বিজেপি কর্মীরা দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দলীয় চিহ্নকে সামনে রেখে দেওয়াল লিখন অব্যাহত রেখেছেন। তৃণমূলের সঙ্গে সমানে ট্ক্কর দিতে প্রার্থী পদের অপেক্ষায় না থেকেই বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে শিল্পাঞ্চলের মানুষের কাছে ফের স্বচ্ছ, দুর্নীতি মুক্ত, নির্ভিক প্রশাসন দেওয়ার অঙ্গীকার করে শিল্পাঞ্চলের মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন।