দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডেপুটেশন দিতে গিয়ে  তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ জানালেন দুর্গাপুরের বিজেপি কর্মীরা।  মঙ্গলবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিজেপির হেল্থ সেলের কর্মীরা হাসপাতালের মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বাস্থ্য যোজনা সহ রোগীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সহ এক গুচ্ছ দাবি নিয়ে হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন দিতে গেলে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয় এবং মারধর করে বলে বিজেপি কর্মীদের অভিযোগ। এতে বিজেপি কর্মীদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান বিজেপি কর্মীরা। হাসপাতালে পুলিশের সামনে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা নেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা।

Like Us On Facebook