দুর্গাপুরের বাদশা বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে গান-আবৃত্তি-গানের লড়াইয়ের মধ্য দিয়ে আনন্দ উচ্ছ্বাসে খানিক সময় কাটিয়ে গেলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। রবিবার বিজেপির আসানসোল জেলা মহিলা মোর্চার দুর্গাপুর শাখার কর্মীরা নেত্রী ভারতী চট্টোপাধ্যায়ের সঙ্গে হঠাৎ করেই বাদশা বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছে চলে আসেন সামান্য ফল-মিষ্টি নিয়ে। তার পর অনেকটা সময় আবাসিকদের সঙ্গে গান, আবৃত্তি, গানের লড়াই, গল্প-আলোচনার মধ্য দিয়ে কাটান। মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকরাও খুশির কথা জানান।
বৃদ্ধাবাসে আসার কারণ জানতে চাইলে মহিলা মোর্চার নেত্রী ভারতী চট্টোপাধ্যায় বলেন, ‘বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা বিভিন্ন সামাজ সেবা মূলক কাজকর্ম করে থাকি। বৃদ্ধাশ্রমের আবাসিকদের ক্ষণিকের আনন্দ দিতে এবং তাঁদের সুখদুঃখে সামিল হতে এদিন আমরা তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। খুবই ভাল লাগল এবং ভবিষ্যতে আমরা এখানে কাকিমা-জেঠিমা-ঠাকুমা-দিদিমাদের সঙ্গ দিতে আবার আসব।’
বৃদ্ধাশ্রমের আবাসিক ঝর্নাদেবী বলেন,’আজ ওদের সঙ্গে অনেক গল্প, গান, আবৃত্তি হল। বেশ আনন্দে কাটল দিনটা। কেউ এলে বেশ ভালই লাগে। নিসঙ্গতা কাটে। ওদের আমরা আবার আসতে বলেছি এবং ওরাও আবার এখানে আসার আগ্রহ দেখিয়েছে।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?