বিজেপি ও তৃণমূলের মিছিলকে ঘিরে তুমুল উত্তেজনা পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত লাউদোহার মাধাইপুর এলাকায়। আজ, রবিবার সকালে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির প্রচার ছিল লাউদোহা ফরিদপুর ব্লকের মাধাইপুর এলাকায়। মাধাইপুর গ্রামে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি প্রচার চলাকালীন তৃণমূলের একটি মিছিল মুখোমুখি হয়ে যায়। সেই সময় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল কর্মী সমর্থকরা গালিগালাজ করে বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে চলে স্লোগান ও পাল্টা স্লোগান। সেই সময় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি গাড়ি থেকে নেমে প্রতিবাদ জানালে দু’পক্ষের মধ্যে প্রবল বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশ এসে কোন রকমে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরবর্তী ক্ষেত্রে প্রচুর সংখ্যক বিজেপি কর্মীরা জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, ভোট প্রচারে তাঁরা নির্বাচন কমিশনের কাছে অনুমতি নিয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন অনুমতি ছিল না। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এসে গন্ডগোল করার চেষ্টা করেছিল। পুলিশ সক্রিয় হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় তৃণমূল নেতা কাঞ্চন দাস জানান, মাধাইপুর গ্রামে তাঁদের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে ভোট প্রচার চলছিল। জিতেন্দ্র তিওয়ারি সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ায় স্থানীয় মানুষজন জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তিনি এও বলেন যে, দুপক্ষই সামনাসামনি হওয়ায় বাকবিতন্ডা হয় দু পক্ষের মধ্যে, তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।