দুর্গাপুরবাসীকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার দাবিতে আজ মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদ কার্যালয়ের সামনে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃবৃন্দ অবস্থান বিক্ষোভ করেন। দুর্গাপুর পুরসভা দুর্গাপুরের মানুষকে বিশুদ্ধ পানীয় জল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সম্প্রতি সিএমইআরআই-এর রিপোর্টে তার প্রমাণ বলে দাবি করেন বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই।
লক্ষণ ঘড়ুই বলেন, ‘অবিলম্বে দুর্গাপুর পুরসভার মেয়য়ের পদত্যাগ দাবি করছি। সব ক্ষেত্রেই শাসকদলের কর্মী নেতারা বিজেপির ভূত দেখছে। সিএমইআরআই কর্তৃপক্ষ দুর্গাপুরের পানীয় জল নিয়ে গবেষণা করে দেখেছে যে দুর্গাপুর পুরসভা নাগরিকদের যে পানীয় জল সরবরাহ করছে তা বিষে ভরা। দুর্গাপুরের নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল দিতে ব্যর্থ মেয়র, তাঁর এক মিনিটও মেয়রের চেয়ারের বসার অধিকার নেই।’
Like Us On Facebook