বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রমণের প্রতিবাদে সোমবার দুর্গাপুরের ২নং জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি কর্মীরা। বিজেপির রাজ‍্য সভাপতিকে আক্রমণের খবর ছড়িয়ে পড়তেই সোমবার সন্ধ্যায় আচমকাই দুর্গাপুরের সিটি সেন্টারের পিয়ালা মন্দিরের কাছে বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সহ সভাপতি মনোহর কোঙারের নেতৃত্বে বিজেপি কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। কলকাতা ও আসানসোলগামী বাস-ট্রাক সহ সমস্ত যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তারা ছুটে এসে অবরোধ তোলেন।

বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি মনোহর কোঙার বলেন, ‘বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের উপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। আমরা বিজেপি কর্মীরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা এর প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলছি। আগামী দিনে আমরা এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের পথে যাব।’

কাঁথিতে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর এবং বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর প্রতিবাদে কুলটির নিয়ামতপুর মোড়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন বিজেপি সমর্থকরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় বিজেপি সমর্থকরা। বেশ কিছুক্ষণ অবরোধের জেরে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।




Like Us On Facebook