ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা দ্রুত গড়ে তোলার দাবিতে বিজেপি কর্মীরা সোমবার সকালে দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুরের মহকুমা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ শেষে দুর্গাপুর নগর নিগমের কমিশনার অমিতাভ দাস ও দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরাকে স্মারকলিপি দিয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান বিজেপি কর্মীরা। এদিন গান্ধী মোড় থেকে মিছিল করে বিজেপি কর্মীরা দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর মহকুমা কার্যালয়ে গয়ে বিক্ষোভ দেখায়। বিজেপি নেতারা বলেন, অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ইতিমধ্যে ১৯ ওয়ার্ডে ভিড়িঙ্গী স্কুল পাড়ায় গোবিন্দ বাগদি নামে বছর ২৩-এর এক যুবক একদিনের জ্বরে মারা গেছে। ডেঙ্গু হলেও অজানা জ্বরের তকমায় পরিসংখ্যান গোপন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। দুর্গাপুরের ৪৩ ওয়ার্ডেই দুর্গাপুর নগর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের অকর্মন্যতায় গোটা শহর অপরিস্কার অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। বিজেপি কর্মীরা হুমকি দেয় অবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে দুর্গাপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ডেঙ্গু নিয়ে বিজেপির এই বিক্ষোভ মিছিলকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অহেতুক অ্যাখা দিয়ে বলেন, বাজার গরম করতে এটা বিজেপির রাজনৈতিক কৌশল।