.
ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বিজেপি যুব মোর্চার কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে শুক্রবার বিকেলে দুর্গাপুরে বিজেপি কর্মীরা এক ধিক্কার মিছিল বের করেন। দুর্গাপুরের গান্ধীমোড় থেকে এই মিছিল যায় সিটি সেন্টারের বাসস্ট্যান্ড পর্যন্ত। মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই। লক্ষণ ঘড়ুই বলেন, ‘কোন ইস্যু নিয়ে আন্দোলন করলেই বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে শাসকদলের পুলিশ। রাজ্য সরকার যেভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে তাতে রাজ্য সরকারকেই ফল ভোগ করতে হবে। আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব’।
Like Us On Facebook