এখানে বিজেপিকে মারধর করলে দিল্লিতে তৃণমূল সাংসদদের ধুতি খুলে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির সভায় উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও অভিনেতা জয় ব্যানার্জী। চলতি মাসের ২ তারিখে বিজেপির একদল প্রতিনিধি জামালপুরের অমরপুরে বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন। অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। এরই প্রতিবাদে এদিন জামালপুরে বিজেপি প্রথমে মিছিল করে। তারপর থানার পাশে সভা করার পর ডেপুটেশন দেওয়া হয়। কার্যত এদিন সায়ন্তন বসু তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জীকে তীব্র কটাক্ষ করেন।

Like Us On Facebook