রাতের অন্ধকারে দুর্গাপুরের এমএএমসির সিডি ব্লকের বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দোষীদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করে এমএএমসি এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

স্থানীয় বিজেপি নেতা লক্ষণ দাসের অভিযোগ, সোমবার রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের একটি দল এমএএমসির সিডি ব্লকের বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করে। বিজেপির দলীয় পতাকার সঙ্গে জাতীয় পতাকাও পুড়িয়ে দেয়। বিজেপির দলীয় কার্যালয়ের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। লক্ষণবাবু বলেন, ‘শাসকদলের নেতাদের অঙ্গুলি হেলনে শাসকদল আশ্রিত দুষ্কৃতিরা পরিকল্পিত ভাবে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুন লাগিয়ে দিয়েছে।’ লক্ষণবাবু অবিলম্বে পুলিশকে দোষীদের গ্রেফতারের দাবি জানান। বিজেপির এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি বলেন, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই। এটা বিজেপির দলীয় কোন্দলের ঘটনা। নব্য বিজেপি ও আদি বিজেপি কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফল।’

Like Us On Facebook