.
বিধানসভা ভোট দিদির পুলিশ দিয়ে নয়, হবে দাদার পুলিশ দিয়ে – দুর্গাপুরে এক সাংগঠনিক বৈঠকে এসে একথা বললেন বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জী। বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে বিধানসভা ভোটের প্রস্তুতির জন্য রাঢ় বঙ্গের ৭টি সাংগঠনিক জেলার ৫৭টি বিধানসভা এলাকার নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাঢ় বঙ্গের দায়ীত্বে থাকা কেন্দ্রীয় সম্পাদক বিনোদ সোনকার, বিজেপি নেতা অরবিন্দ মেনন, বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির ৭টি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দরা। বিজেপি নেতা রাজু ব্যানার্জী জানান, লোকসভা নির্বাচনে বিভিন্ন জেলার মানুষ ভয়ে ভোট দিতে পারেননি সেইজন্য কয়েকটি আসন পিছিয়ে বিজেপি ছিল। তাঁর দাবি, রাঢ় বঙ্গের ৫৭টি বিধানসভা আসনের মধ্যে ৫০টিতে বিজেপি জয়লাভ করবে।