পুলিশের বাধা পেরিয়ে ও সিভিক ভলান্টিয়ার খেদিয়ে এবং পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে বিজেপি কর্মীরা ১ নভেম্বর সগড়ভাঙা মাঠে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও জয় বন্দ্যোপাধ্যায়দের এনে সভা করার অভিযোগে রবিবার মধ্যরাতে এনটিএস থানা এলাকার বিজেপির এনটিএস মণ্ডলের সহ-সভাপতি সুরঞ্জন প্রামাণিক ওরফে টনিকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল।

পুলিশের নিষেধাজ্ঞা অমান‍্য করে ওই দিন সগড়ভাঙা মাঠে বিজেপি কর্মীরা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও জয় বন্দ্যোপাধ্যায়দের নিয়ে মঞ্চের পরিবর্তে ট্রেলারের উপর দাঁড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেই সময় পুলিশ পিছু হটলেও পরে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও জয় বন্দ্যোপাধ্যায় সহ পঞ্চাশ জনের নামে কোক ওভেন থানায় মামলা দায়ের করে। তাদের মধ্যে বিজেপি নেতা সুরঞ্জন প্রামানিকের নামও ছিল। তারই জেরে পুলিশ বিজেপির এনটিএস মণ্ডলের সহ-সভাপতি সুরঞ্জন প্রামাণিককে মধ্যরাতে গ্রেফতার করে। এদিকে সোমবার আদালতে হাজির হওয়ার পথে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুরঞ্জন প্রামাণিক বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি চারদিন বাড়ি থেকেই বের হতে পারিনি। তা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলাম।’ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তের পাঁচ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Like Us On Facebook