শনিবার দুর্গাপুরের সৃজনী সভাঘরে বিজেপির বুদ্ধিজীবী সেলের উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা শীর্ষক এক আলোচনা সভায় এসে নাম ধরে ধরে বাম এবং তৃণমূল ঘেঁষা বিভিন্ন বুদ্ধিজীবীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।

সায়ন্তন বসু এদিন বিজেপির তাত্ত্বিক নেতা প্রয়াত বিষ্ণুকান্ত শাস্ত্রীর বুদ্ধিজীবী প্রসঙ্গে সেই সময়ের একটি বক্তব্যকে তুলে ধরে বলেন, ‘বিষ্ণুকান্ত শাস্ত্রীর বুদ্ধিজীবি শব্দটাতেই আপত্তি ছিল। কারণ চোরও চুরি করার আগে প্রচুর বুদ্ধি খরচ করেই চুরি করতে গৃহস্থের বাড়িতে ঢোকে।’ বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এদিন বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা দুর্নীতির আঁতুড়ঘর বলে অভিযোগ করেন। এদিন সায়ন্তন বসু বলেন, ‘তৃণমূল কংগ্রেস ডিজিটাল মিডিয়ার উপর ভর করে বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে যাচ্ছে। আসলে মুখ্যমন্ত্রীর জনমানসে ভাবমূর্তি তলানিতে ঠেকেছে, তাই ডিজিটাল প্রচারের চেষ্টা ব্যর্থ হবে।’ এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা সহ বীরভূম ও বাঁকুড়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সহ বিজেপির বিভিন্ন সেলের কার্যকর্তারা। প্রধান বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। সকলেই পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে সোচ্চার হন।

Like Us On Facebook