আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেস তাদের জয় সুনিশ্চিত করতে বহিরাগত লোক এনে ভোট লুট করতে পারে – এই আশঙ্কায় দুর্গাপুরের বিজেপি কর্মীরা বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমাশাসকের কাছে একটি ডেপুটেশন দেন। এদিন বিজেপি নেতারা বাদুড়িয়ার ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের বিভিন্ন থানায় বিক্ষোভ দেখান এবং দুর্গাপুরের সিটিসেন্টারেও বৃহস্পতিবার একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুলিশের বিশাল বাহিনী এদিন কড়া নজর রাখে বিক্ষোভকারীদের উপর।
Like Us On Facebook
src=”http://bardhaman.com/wp-content/uploads/2017/07/bjp-deputation-dgp2.jpg” alt=”” width=”700″ height=”429″ data-wp-pid=”6764″ />