কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সমর্থনে দুর্গাপুরে বিজেপি কর্মীদের মিছিল আটকাল পুলিশ। সোমবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড় থেকে বিজেপি কর্মীরা কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলকে বিজেপির ঐতিহাসিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে জাতীয় পতাকা ও বিজেপির দলীয় পতাকা নিয়ে একটি মিছিল বের করার প্রস্তুতি শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই। পুলিশ অনুমতিবিহীন মিছিলের অভিযোগে এদিনের মিছিলটিকে আটকে দেয় গান্ধী মোড়েই। এই নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেরেটের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিজেপির জেলা সভাপতি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি গরম হতে শুরু করলে পুলিশ কোন ঝুঁকি না নিয়ে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ দুর্গাপুরের বিজেপির কার্যকর্তাদের আটক করে পুলিশ গাড়িতে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়।
লক্ষণ ঘোড়ুই বলেন, ‘আজ পার্লামেন্টে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রের মোদী সরকার ড. শ্যামাপ্রসাদ মুখার্জীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। সেই ঐতিহাসিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা গান্ধী মোড় থেকে জাতীয় পতাকা নিয়ে মিছিল বের করেছিলাম। পুলিশ আমাদের সেই মিছিল আটকে দিল। আসলে পুলিশ তৃণমূল কংগ্রেস সরকারের দাসে পরিণত হয়ে শুধু তোষণ করছে।’ এই ঘটনার পর বিজেপি জেলা সভাপতি সহ বিজেপির জেলা কার্যকর্তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। সোমবার আসানসোলেও বিজেপি কর্মীরা পার্লামেন্টে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে নিজেদের কার্যালয়ে গেরুয়া আবির খেলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পাশাপাশি এদিন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা মিষ্টি বিতরণও করেন।