প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯৩ তম জন্মদিন উপলক্ষে সোমবার আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচি নেন বিজেপি কর্মীরা। সোমবার সকালে দুর্গাপুরের বিজেপি কর্মীরা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেওয়া বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পে মানুষের উন্নয়ন নিয়ে ট‍্যাবলো বের করেন। পথ চলতি মানুষকে এদিন পায়েসও বিতরণ করা হয়।

পানাগড়ে বিজেপি কর্মীদের পক্ষ থেকে এই বিশেষ দিনটিতে কাঁকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল, মিষ্টি ও কেক বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকেন্দ্রে আগত সকলকে এদিন কেক ও মিষ্টি দেওয়া হয়। দুর্গাপুর ও আসানসোলের বিভিন্ন এলাকায় দুস্থদের শীত বস্ত্রও বিতরণ করা হয় এদিন। এদিনের বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পাঞ্চলের বিজেপি নেতারা অটল বিহারী বাজপেয়ীর সততা, নিষ্ঠা ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন নতুন প্রজন্মের কর্মীদের কাছে।

Like Us On Facebook