দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্নেল দিপ্তাংশু চৌধুরীকে বিজেপির দলীয় কর্মীদের পছন্দ নয়। তাই বৃহস্পতিবার থেকে দুর্গাপুরের স্টিল টাউন শিপের বিজেপি কার্যালয়ে সামনে দলীয় কর্মীদের বিক্ষোভ চলছে। এরমধ্যেই শুক্রবার সকাল থেকে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী দুর্গাপুরে প্রচার শুরু করলেন।
শুক্রবার সকালে বাঁশকোপা গ্রামে নিজেই তুলি ধরে পদ্মফুল আঁকেন। এলাকার বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরীকে মালা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন। এদিন বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী বলেন, ‘আমার সমর্থনে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় যুবক-যুবতীরা বাইক মিছিল করে বুঝিয়ে দিয়েছিল তাঁরা এই কেন্দ্রে দীপ্তাংশু চৌধুরীকেই চায়।
অপরদিকে, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল শুক্রবার প্রচার শুরুর আগে নিজের পৈতৃক বাড়ি দুর্গাপুরের গোপালমাঠে আসেন। কূলদেবতার পুজো করেন। জয়ের বিষয়ে বিজেপির এই দুই প্রার্থীই আশাবাদী বলেন জানান।