ডিপিএলের অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট নেওয়ার প্রতিবাদে পথে নামল বিজেপি। কয়েকদিন আগে সিপিএম সহ দুর্গাপুরের ১৩টি বাম গণসংগঠন দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার কাছে ডিপিএলের বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত টাকা সিকিউরিটি ডিপোজিট নেওয়ার প্রতিবাদে স্মারকলিপি জমা দিয়েছিল।
বুধবার দুর্গাপুরের বিজেপি কর্মীরাও ডিপিএলের বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত টাকা সিকিউরিটি ডিপোজিট নেওয়ার প্রতিবাদে ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল। বিজেপি কর্মীরা মিছিল করে এসে ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়। বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট নেওয়া ইস্যুকে হাতিয়ার করে দুর্গাপুরে শাসক দলের বিরুদ্ধে এবার প্রধান দুই বিরোধী দল রাস্তায় নামল।
Like Us On Facebook