৫ আগস্ট দুর্গাপুরের এবিএলের জঙ্গলে অনুপ তেওয়ারি নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্তে নেমে দুর্গাপুরের বিধান নগরের বাসিন্দা বুলি দাস নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে।ধৃতের১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বুলি দাস ও মৃত অনুপ তেওয়ারি দু’জনই লোহার ছাঁটের ব্যবসা করতেন। ধৃত বুলির সঙ্গে মৃত ব্যক্তি অনুপ তেওয়ারি মধ্যে ব্যবসায়িক গন্ডগোল চলছিল। অনুপ তেওয়ারি আদতে উত্তর প্রদেশের বাসিন্দা। পুলিশের দাবি অনুপের কাছে বুলি দাসের প্রায় ষাট লাখ টাকা পাওনা ছিল। কিন্তু কিছুতেই ষাট লাখ টাকা অনুপ তেওয়ারি দিচ্ছিল না বুলিকে। শেষমেষ বুলি দাস এক মহিলাকে টোপ হিসেবে ব্যবহার করে অনুপ তেওয়ারিকে উত্তর প্রদেশ থেকে দুর্গাপুরে নিয়ে আসে। ওই মহিলাকে নিয়ে অনুপ তেওয়ারি ডানকুনির এক হোটেলে এক রাত্রি যাপন করেন। ফের ওই মহিলা অনুপ তেওয়ারিকে দুর্গাপুরে নিয়ে আসে। এরপর দুর্গাপুর স্টিল টাউনশিপ বি-জোনের রাজেন্দ্র প্রসাদ রোডের জগন্নাথ মন্দিরের কাছে একটি ভাড়া বাড়িতে অনুপকে নিয়ে গিয়ে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় পরে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয় বলে পুলিশের দাবি। তারপর রাতের অন্ধকারে এবিএলের জঙ্গলে ফেলে দেওয়া হয়। বুলির সঙ্গে প্রসেনজিৎ কোনার নামে পুলিশ আরও এক ব্যাক্তিকেও গ্রেফতার করেছে বলে জানা গেছে। পুলিশ এখন ওই মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে।