রথযাত্রা উপলক্ষে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল ও তাঁর স্ত্রী তথা দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ রুমা পাড়িয়াল শনিবার সারাদিন দুর্গাপুরের ইসকন মন্দিরে বিশেষ পুজোয় যোগদান করলেন এবং পুজোর ব্রতী হলেন।

পুজো শেষে বর্ধমান ডট কমকে বিশ্বনাথ পাড়িয়াল বলেন, আমি নিয়মিত ইসকন মন্দিরে আসি। আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের‌ মত‌ এবছরও ইসকন মন্দিরে রথ যাত্রার আয়োজন করা হয়েছে। আমি রথের দড়ি টানবো। প্রথা মতো রাস্তায় ঝাঁট দেব। বিশ্বনাথবাবু বলেন, ‌‌কেবলমাত্র আমার পরিবারের জন্য নয় সমগ্র দুর্গাপুরের মানুষের কল্যাণে পুজো দিলাম।


Like Us On Facebook