বিড়লা কর্পোরেশন লিমিটেডের দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের অত্যাধুনিক প্ল্যান্টে উৎপাদিত বিশ্বমানের নতুন প্রিমিয়াম ব্র্যান্ডের দ্বিগুণ শক্তি সম্পন্ন ‘আল্টিমেট আল্ট্রা’ সিমেন্ট বাণিজ্যিকভাবে বাজারে এল। সিমেন্টের জগতে বিড়লা কর্পোরেশন লিমিটেডের উৎপাদিত উৎকৃষ্ট মানের বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট আজও কর্পোরেট দুনিয়া থেকে সাধারণ ক্রেতাদের কাছে সমানভাবে সমাদৃত।
দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের উৎপাদিত এই নতুন ব্র্যান্ডের সিমেন্টের সাফল্য নিয়ে সংস্থা যেমন আশাবাদী তেমনই ক্রেতাদের মধ্যেও এই নতুন ব্র্যান্ডের সিমেন্ট নিয়ে যথেষ্ট কৌতুহল রয়েছে। সোমবার নতুন ব্র্যান্ডের সিমেন্টের উদ্বোধন করতে দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের ইউনিট হেড পিকে পালিওয়াল, জেনারেল ম্যানেজার (পূর্ব জোন) কৌশিক চৌধুরী সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে এমপি বিড়লা আল্টিমেট আল্ট্রা সিমেন্ট বোঝাই প্রথম ট্রাকটিকে পতাকা নেড়ে কারখানা থেকে রওনা করিয়ে দিয়ে এই সিমেন্ট বাজারজাত করলেন।