দুর্গাপুরে দ্রুতগতির বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডের কাছে। পুলিশ আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে সিটি সেন্টার বাসস্ট্যান্ডের কাছে এক মহিলা যখন রাস্তা পারাপার করছিলেন তখন একটি দ্রুত গতিসম্পন্ন বাইক এসে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। মহিলা রাস্তার ধারে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে আহত মহিলাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পুলিশ আহত মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, ওই মহিলা মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। খবর সংগ্রহ করা পর্যন্ত আহত মহিলার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ বাইক চালককে আটক করেছে বলে স্থানীয় মানুষ জানান।
Like Us On Facebook